হোসাইনের শোক কথা।

 বলেদিন হুসাইনের শোকাহতদের !

 মুমিন কখনো শোক পালন করে না শহীদের

 নবীর পরিবারকে নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসে 

সাধারণতঃ তা প্রকাশ করে বেড়ায় না রাস্তা ঘাটে।

কাঁদবে তো সেই যে অস্বীকার করে শাহাদাতে হুসাইনের

আমরা তো শোক পালন করি না জীবিত শহীদদের।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নামাজের গুরুত্ব ও ফজিলত।

আহলে হাদীসদের ইতিহাস

তোমাদের ছেড়ে যেতে চাই না এ মন। Lyrics