আহলে হাদীসদের ইতিহাস
بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف المرسلين سيدنا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين
সম্মানিত দ্বীনি ভাই সকল।
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ شُعَيْبٍ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ بَشِيرٍ، عَنْ قَتَادَةَ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَبِي أَسْمَاءَ الرَّحَبِيِّ، عَنْ ثَوْبَانَ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ " لاَ يَزَالُ طَائِفَةٌ مِنْ أُمَّتِي عَلَى الْحَقِّ مَنْصُورِينَ لاَ يَضُرُّهُمْ مَنْ خَالَفَهُمْ حَتَّى يَأْتِيَ أَمْرُ اللَّهِ عَزَّ وَجَلَّ " .
সাওবান (রাঃ) থেকে বর্ণিতঃ:
রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ কিয়ামাত পর্যন্ত আমার উম্মাতের একটি দল সত্যের উপর স্থির থাকবে এবং সাহায্যপ্রাপ্ত হতে থাকবে। মহামহিম আল্লাহ্র নির্দেশ (কিয়ামাত) আসা পর্যন্ত তাদের বিরুদ্ধবাদীরা তাদের কোন ক্ষতি করতে পারবে না।
মুসলিম ১৯২০, ২৮৮৯, তিরমিযী ২১৭৬, ২২২৯; আবূ দাঊদ ৪২৫২, আহমাদ ২১৮৮৮, ২১৮৯৭, ২১৯৪৬; দারিমী ২০৯। তাহক্বীক্ব আলবানীঃ সহীহ।
قال علي بن المديني عند قول النبي صلى الله عليه وسلم: "لاتزال طائفة من أمتي ظاهرين على الحق، لا يضرهم من خالفهم": هم أهل الحديث..
(معرفة علوم الحديث)
আলী ইবনুল মাদীনী উক্ত হাদীস সম্পর্কে বলেন: তারা হল আহলে হাদীস।
আহমাদ বিন হাম্বাল কে উক্ত হাদীস সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন।
فقال: "إن لم تكن هذه الطائفة المنصورة أصحاب الحديث، فلا أدري من هم"؛ (معرفة علوم الحديث صـ2).
তারা যদি আহলে হাদীস না হয় তাহলে আমি জানি না আর কে হবে।
আলী ইবনুল মাদীনী বলেন।
ইবনুল আরাবী উক্ত হাদীসের ব্যাখ্যা করে বলেন।
এরা হলো আহলে হাদীস।
( هم أهل الحديث)
*জামে তিরমিযী হাদীস নং 2229.
*ইমাম শাফেয়ী রহ বলেন আমি যখন কোন আহলে হাদীস কে দেখি তখন মনে হয় রসূল সাঃ কে জীবিত দেখছি। (খাতীব বাগদাদী)
মজার বিষয় কি জানেন?
ইমাম আহমাদ বিন হাম্বাল এর মৃত্যুর তারিখ হলো 241 হিজরী।
ইমাম শাফেয়ী রহ 204 হিজরী।
আলী ইবনুল মাদীনী 234 হিজরী।
ইবনুল আরাবী 638 হিজরী।
কি বলবো দুঃখের বিষয় বর্তমানে নতুন নতুন কিছু বিদআতী দল জন্ম নিয়েছে তারা বলে আহলে হাদীস নাকি নব আবিষ্কৃত।
চার ছেলে মিলে বাপ কে বলছে তুই কোথা থেকে এলি।
এই রকমই বলছে আহলে হাদীস কে।
আফসোস! অন্ধ ভক্ত এতটাই বেড়ে গেছে যে হাদীস কোরআন ছেড়ে মাজহাব নিয়ে ব্যস্ত হয়ে গেছে অথচ ইমামগনই নিষেধ করে গেছেন ইমাম আহমাদ বিন হাম্বাল বলছেন
"لا تقلدني ولا تقلد مالكاً ولا الشافعي ولا الأوزاعي ولا الثوري، وخذ من حيث أخذوا".
তোমরা আমাকে অনুসরন করো না এমনকি মালিক, শাফেয়ী,আইযায়ী,সাওরী, কাউকে অনুসরণ করো না বরং তারা যেখান থেকে নিয়েছে সেখান থেকে তোমরা নাও।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন